বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কাওছার হাবীবের বিদায় উপলক্ষে তাঁকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধনা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কাহালুর ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছলিম উদ্দিন প্রামানিক, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রঞ্জু, নারহট্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম রাব্বানী আকন্দ, পাইকড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. খায়রুল আলম ঘুটুসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ইউএনও মো. কাওছার হাবীবের কাহালুতে দায়িত্ব পালনকালীন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবামুখী প্রশাসন ও জনবান্ধব ভূমিকার বিশেষ প্রশংসা করেন। বিদায়ী ইউএনও সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাহালুর সামগ্রিক উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
