সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

বগুড়া সংবাদ : বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সিনিয়র সাংবাদিক চপল সাহা, ফজলে রাব্বি ডলার, মমিনুর রশিদ সাইনসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।
সভায় সেবামূলক কর্মকাণ্ড, প্রশাসন-মিডিয়া সমন্বয় এবং জনস্বার্থে সংবাদকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও উদ্ভাবনী মতামতকে স্বাগত জানিয়ে বগুড়াকে আরও এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, জেলা প্রশাসনের সকল ইতিবাচক উদ্যোগে সাংবাদিক সমাজ সবসময় পাশে থাকবে এবং উন্নয়নমূলক কাজে সহায়ক ভূমিকা পালন করবে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়নে প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তার অঙ্গীকারের কথা তুলে ধরেন।

Check Also

বগুড়ার ঝোপগাড়ী বারপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *