সর্বশেষ সংবাদ ::

সিরাজগঞ্জে চোরাইমালসহ চোর সিন্ডিকেটের ৮ জন সক্রিয় সদস্য গ্রেফতার

বগুড়া সংবাদ : ১১ মার্চ ২০২৪ খ্রি. রাত্রী ০২.০৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ হাটিকুমরুল টু ঢাকাগামী মহাসড়কের এরিস্টোক্রেট হোটেলের বিপরীত পার্শে জনৈক মোঃ ফরিদুল ইসলামের ৫তলা বিল্ডিংয়ের নীচতলায় অভিযান পূর্বক উক্ত গোডাউনের মালিক ধৃত আসামী নুর ইসলামের নিকট ট্রাক ড্রাইভার জসিম ও খোরশেদদ্বয় ৩৯১ কেজি চোরাই রোড বিক্রয় করার সময় হাতেনাতে ধৃত করা হয়। একই এলাকায় আসামী আশরাফুলের দোকানে অভিযান পরিচালনা করে আসামী ইমরান এর নিকট হতে সরকারী খাদ্য গুদামের ছয় বস্তা চাল যার ওজন ১৮০ কেজি, আসামী আলমগীর এর নিকট হতে ৩৭ কেজি চোরাই গম, এবং ধৃত আসামী মোঃ হাফিজুল ইসলাম ও মোঃ মিরাজুল ইসলাম এর নিকট হতে সর্বমোট ৯০ কেজি কয়লা ও ৮৪,৪০০/- নগদ টাকা ক্রয়-বিক্রয় করার সময় তাদেরকে হাতেনাতে ধৃত করা হয়। ধৃত আসামীগণ চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ সরকারী ও ব্যক্তি মালিকানাধীন পণ্য (রড, গম, চাল, কয়লা) পরিবহণকালে মালিকের অগোচরে ট্রাক হতে অসাধূভাবে চুরি করে বিক্রয় করে আসছে। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আশরাফুল ইসলাম (৩৫), দোকানদার, পিতা-মোঃ আবুল হোসেন, সাং- সরাতুল, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ হাফিজুল ইসলাম (২১), দোকানদার, পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং- বাশুলিয়া, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, ৩। মোঃ মিরাজুল ইসলাম (২১), দোকানদার, পিতা-মুকুল হোসেন, সাং- ধোপাকান্দি, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ, ৪। মোঃ নুর ইসলাম (২৬), দোকানদার, পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং- ধোপাকান্দি, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ, ৫। মোঃ ইমরান হোসেন (৩৫), ড্রাইভার, পিতা-মৃত আব্দুল মালেক, সাং- ইটাখোলা বাজার, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট, ৬। মোঃ আলমগীর হোসেন (২৪), ড্রাইভার, পিতা-হাইকুল ইসলাম, সাং-রাজারামপুর ফকিরপাড়া, থানা-ফুলবাড়ি, জেলা-দিনাজপুর, ৭। খোরশেদ আলম (৩০), ড্রাইভার, পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-ভুজারীপাড়া, ৮। মোঃ জসিম উদ্দিন (২৪), ড্রাইভার, পিতা-হাফেজ আলী, সাং-পশ্চিম মলানী, উভয়ের থানা- পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়।

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *