সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৮ দলের লিয়াজো কমিটি বৈঠকে রাজশাহীতে মহাসমাবেশ সফলের আহ্বান

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে জামায়াত সহ ৮ দল। আগামী ৩০ নভেম্বর রবিবার বেলা ২ ঘটিকায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে উক্ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এ উপলক্ষে মঙ্গলবার রাতে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া শহর আমীর আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ৮ দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সেক্রেটারী আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সর্বসম্মতিক্রমে ৮ দলের সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয় এবং সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আ ন ম মামুনুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আহসানুল হক, নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা এহসানুল হক, ইসলামী আন্দেতালন বাংলাদেশের সাধারন সম্পাদক জিয়াউর রহমান, ইশা আন্দোলনের সহ সভাপতি ইসাহাক আলী, খেলাফত মজলিশের সাধারন সম্পাদক মাওলানা শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাওলানা আল আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শামীম আকতার পাইলট, বাঙলাদেশ ডেভলপমেন্ট পার্টি বগুড়া জেলা সভাপতি এ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা নিজাম উদ্দিন, রফিকুল আলম, মাওলানা আব্দুল মতিন, হাফেজ শফিকুল ইষরাম,মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আব্দুল বাছেত, মাওলানা আব্দুল হাকিম সরকার, শাহজাহান আলী তালুকদান, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, আজগর আলী, আব্দুল হালিম বেগ প্রমুখ।
এদিকে সভা শেষে ৮ দলের এক যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ আবিদুর রহমান সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৫ দফা দাবীতে ৮ দল যুগপৎ কর্মসূচী পালন করে আসছে।
যৌথসভায় নেতৃবৃন্দ বলেন- জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে ৮ দল। ইতোমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে। তবে চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট নির্বাচনের আগে করার দাবি ছিল আমাদের। কিন্তু সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আসছি। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশে তাদের দাবির আংশিক পূরণ হয়েছে। তবে জুলাই হত্যাকাণ্ডে অন্য অপরাধীদের বিচার, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ অন্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিগুলো এখনো পূরণ হয়নি। ৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচী অব্যাহত থাকবে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *