বগুড়া সংবাদ :তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বগুড়ায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বগুড়া সরকারি কলেজ টাইব্রেকারের ৪-২ গোলে সরকারি আজিজুল হক কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ।
বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বগুড়া সরকারি কলেজের গোলরক্ষক সিফাত।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম । অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রিয়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা অফিসার আকরম হোসাইন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মমিনুর রশিদ শাহিন ,খালেদ মাহমুদ রুবেল ,মাহফুজুল হক, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
