সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

বগুড়া সংবাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় তার তৃণমূলের নেতা-কর্মী ও দুস্থ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বগুড়া শহরে মো. সাজ্জাদ হোসেন নামে এক তৃণমূলের নেতাকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) শহরের ২ নং ওয়ার্ডের বৃন্দাবন পাড়ার তার নিজ বাসভবনে গিয়ে এই সহায়তা দেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তের দুস্থ মানুষদের এমন সহায়তা করে আসছে এই সংগঠনটি ।

সংগঠনটির সূত্রে জানা যায়, বৃন্দাবন পাড়ার বাসিন্দা মো: সাজ্জাদ হোসেন বগুড়া শহরের ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তার হার্টে দুটি রিং প্রতিস্থাপন করা হয়। তবে ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে বর্তমানে তীব্র আর্থিক অনটনে এবং ঋণগ্রস্ত অবস্থায় পড়েছেন সাজ্জাদ হোসেন।

বিষয়টি নজরে আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিএনপি পরিবারকে সাজ্জাদ হোসেনের চিকিৎসাসহ জীবনধারণের আর্থিক সহায়তা দেয়ার নির্দেশ দেন।

নির্দেশ অনুযায়ী আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি এবং রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বৃন্দাবন পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে উপস্থিত হন। এ সময় সাজ্জাদ ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তার হাতে নগদ অর্থ তুলে দেন।
এ সময় কালাম আজাদ বলেন, সাজ্জাদ হোসেন বিএনপির তৃণমূলের একজন নেতা। তিনি চরম দুঃসময়ে দলকে আঁকড়ে ধরে থেকেছেন। আজ অসুস্থতার কারণে তার শোচনীয় অবস্থা। কিন্তু তার দুরাবস্থায় তার ওয়ার্ডের নেতা-কর্মীরা এগিয়ে এসেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সহায়তা করেছেন, এটি বিরল একটি দৃষ্টান্ত।
একই রকমভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই সদর উপজেলায় নির্বাচনে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড শহর বিএনপির সভাপতি শহীদুল আলম সঞ্জু, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শহর ছাত্রদলের সহসভাপতি রকি, ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম। এ ছাড়া আরো ছিলেন ফাইন, নুরনবী, রঞ্জু, আতা, রানা, রবিন, সুমন, তছলিম, আব্দুল খালেক, ফুয়াদ, ইমন প্রমুখ।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *