সর্বশেষ সংবাদ ::

আগামী নির্বাচনে বগুড়া হবে পুরোপুরি ইসলামের ঘাঁটি : রফিকুল ইসলাম খান

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বগুড়া একক কোন দলের ঘাঁটি হতে পারেনা। আগামী নির্বাচনে বগুড়া হবে পুরোপুরি ইসলামের ঘাঁটি। কারণ আমরা কোনো ব্যক্তি বা পরিবারের রাজনীতি করি না, জামায়াতে ইসলামী গণমানুষের কল্যাণে রাজনীতি করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোমর বেঁধে মাঠে নেমে বিজয় ছিনিয়ে আনতে সকল দায়িত্বশীলদের আরো বেশী কাজ করার আহবান জানান। সোমবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া শহর ও জেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বগুড়া জেলা আমীর মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনের সদসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

রফিকুল ইসলাম খান আরো বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ জাতিকে উপহার দিতে চায়। এজন্য জনগণ আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবে। তবেই জাতিকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশ উপহার দেওয়া হবে।
তিনি আরো বলেন, যাদের কাছে নিজ দলের নেতাকর্মী নিরাপদ নয়, তাদের কাছে দেশ ও জাতি নিরাপদ থাকতে পারবে না। তারা নিজেরা নিজেদের নেতাকর্মীদের খুন করেছে।
অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, ৫ আগস্ট পরবর্তী কারা সন্ত্রাসী টেম্পু স্ট্যান্ড দখল করেছে, কারা দুর্নীতি করেছে, কারা চাঁদাবাজি করেছে, কারা মানুষের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান দখল দিয়েছে জাতি জানে। আওয়ামী লীগ মানুষকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, আরেকটি দল চাঁদা না পেয়ে মানুষকে পাথর দিয়ে থেঁতলে থেঁতলে হত্যা করেছে। যেই হত্যার দৃশ্য পুরো বিশ্বকে কাঁদিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে তাদেরকে ব্যালটের মাধ্যমে রায় দিতে হবে। বাংলাদেশকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী বিপ্লব ঘটাতে তিনি বগুড়ার দায়ত্বশীলদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণে যুব সমাজকে উদ্যোক্ত হিসেবে গড়ে তোলা হবে। যুব নারী-পুরুষকে কর্মমূখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রত্যেককে জাতীয় সম্পদে রূপান্তরিত করা হবে।

Check Also

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *