সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে ১জন নিহত, আহত ৪

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে জায়গা–জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মৃত সাজুর ছেলে ভুট্টো (৫০) ঘটনাস্থলেই নিহত হন। অপর পক্ষের আবু সাঈদের ছেলে স্বাধীন (১৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম। তিনি বলেন, “জায়গা–জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Check Also

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *