বগুড়া সংবাদ : সাংবাদিক ইউনিয়ন বগুড়ার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে গনেশ দাস এবং সাধারণ সম্পাদক পদে এসএম আবু সাঈদ নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে গনেশ দাস ৬৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌসুমী আকতার পেয়েছেন ২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এসএম আবু সাঈদ। নির্বাচনে আরও বিজয়ী হয়েছেন, সহ-সভাপতি পদে আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক পদে আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস রহমান, কার্যনির্বাহী সদস্য পদে প্রথম হয়েছেন প্রতীক ওমর ও দ্বিতীয় হয়েছেন মাহফুজ মন্ডল।এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৯ জন।
Check Also
সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের লটারী ও …