বগুড়া সংবাদ : সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী কাহালু পৌরসভার পাল্লাপাড়া গ্রামের আবু হাসনের ছেলে হাসিবকে মঙ্গলবার বিকেলে হুইল চেয়ার প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য প্রার্থী ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেক্ট আর্গানাইজার (ইফসু)’র মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ এর পক্ষ হতে তার সহর্ধমিনী ডক্টর তাসলিমা নওশিন।
এ সময় উপস্থিত হিসেবে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি সহ-সভাপতি ও জামায়াত মনোনীত পৌরসভার প্রার্থী অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, কাহালু পৌর শাখার সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল, জামায়াতনেতা ও বগুড়া বারের এ্যাডঃ আব্দুল মালেক, জামায়াতনেতা আলহাজ্ব ফখরুল ইসলাম, সাগর চৌধুরী, অধ্যাপক মাওঃ লুৎফর রহমান, সহকারি অধ্যাপক রায়হানুল ইসলাম, আবু ফহাদ, হাফেজ আবু বক্কর সিদ্দিক, ছালমা বেগম,
পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম সহ প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
