সর্বশেষ সংবাদ ::

পিআর পদ্ধতির দাবি দেশের জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে মীর শাহে আলম

বগুড়া সংবাদ : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির সবুজ সংকেত পাওয়া সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেছেন, ‘যারা অতীতে আন্দোলনের সময় আমাদের পেছনে ছুরি মেরেছে, আজ তারাই সুযোগ বুঝে আবার ঘোলাজলে মাছ ধরতে চায়। জনগণ বুঝে গেছে, ধর্মের মুখোশ পরে যারা ক্ষমতার বাণিজ্য করে, তারা কখনোই দেশের মঙ্গল চায় না। তাদের পিআর পদ্ধতির দাবি দেশের জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিও নর্দমায় ভেস্তে যাবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিহার উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, প্রবীণ নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, আফছার আলী, তোফায়েল আহমেদ সাবু, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার হাসান শাওন প্রমূখ।
প্রধান অতিথি আরও বলেন, স্বৈরশাসনের অবসান শেষে শিবগঞ্জ আজ জেগে উঠেছে, ধর্ম ব্যবসায়ীদের পরাজিত করে ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে। দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নেতৃত্বেই দেশজুড়ে ধানের শীষের বিজয় হবে, মানুষের মুক্তির বিজয়।

Check Also

কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনলাইন প্রতিযোগিতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *