সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে শনিবার (১ নভেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। উপস্থিত ছিলেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাকিরুল ইসলাম,খায়রুল এবাদ,উপজেলা মসজিদের পেশ ইমাম মাও. আফজাল হোসেন ও শিক্ষক লিয়াকত আলী-সহ বিভিন্ন এলাকার সমবায়ীরা।
সোনাতলায় মাদক ব্যবহার প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: মাদক ব্যবহার প্রতিরোধে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর বাজারে স্থানীয় যুবসমাজের উদ্যোগে গত শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তেকানী চুকাই নগর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবহার ব্যাপকহারে বেড়ে যায়। এতে আতঙ্কের মধ্যে পড়ে এলাকার অভিভাবক ও সচেতনমহল। সোনাতলা নাগররিক কমিটি উক্ত মাদক বিরোধী সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে। মিছিল শেষে তরুন সমাজকর্মী ও তেকানী চুকাই নগর ইউনিয়ন পরিষদে আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবিব নয়নের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, ছাতিয়ানতলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম আকন্দ, কৃষকদল নেতা শফিউল্লাহ শফি, তেকানী চুকাই নগর ইউনিয়ন যুবদলের আহŸায়ক ছালজার রহমান আকন্দ, নাগরিক কমিটির সদস্য আব্দুল হান্নান, রোমেল, আহনাফ সোভিক ও মেহেদী হাসান প্রমুখ।

 

Check Also

শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  বগুড়া সংবাদ :  সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *