বগুড়া সংবাদ :“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস/২৫ইং উপলক্ষে শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক র্যালী বের করা হয়।
র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান।
উক্ত আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম।
কাহালু পল্লী উন্নয়ন সঞ্চয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা পোনা উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা, বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের স্বত্ত¡াধিকারী ও জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত মৎস্যচাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, নারহট্র প্রভা বহুমূখী সমবায় সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে কাহালু উপজেলার মধ্যে সমবায়ী কাজে বিশেষ অবদান রাখায় ২ জনকে সমবায় ব্যক্তিকে ও ৩টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালুর স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
