বগুড়া সংবাদ : বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ও অফিস সংস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। একই সঙ্গে সংগঠনের ভিতরে সাংগঠনিক বিরোধিতা ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আসন্ন ক্রীড়া ও বনভোজন কার্যক্রম নিয়েও বিস্তৃত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিটন শেখ (বাঘা) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোঃ সুলতান পশারী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মিঠু রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাধারণ সম্পাদক শামীম হোসেন ও মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ রানু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশিদ রতন, প্রচার সম্পাদক আমিনুর ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাবু, সমাজকল্যাণ সম্পাদক রিপন ফকির, ধর্মীয় সম্পাদক শাওন ইসলাম এবং কার্যকরী সদস্য মোঃ রতন, আব্দুল কাদের প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
