সর্বশেষ সংবাদ ::

বগুড়া সারিয়াকান্দির কলেজ পড়ুয়া ছাত্রী অপহরণ ঘটনায় অপহরণকারী গ্রেফতার

বগুড়া সংবাদ :  গত ১৪ নভেম্বর ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন হাটফুলবাড়ী ঘাটপাড়া এলাকায় কলেজ পড়ুয়া ছাত্রী কলেজে যাওয়ার পথে আসামী মোঃ তারেক খান (২০) ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের ভাই বাদি হয়ে গত ১৭/১১/২০২৩ ইং তারিখে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করে। যার নং-০৯, তারিখ-১৭/১১/২৩, ধারা-৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় কলেজগামী কোমলমতি শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে অদ্য ০৫ মার্চ ২০২৪ ইং তারিখ ১৬০০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ তারেক খান (২০), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- শ্যামগোপ, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সারিয়াকান্দি থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

Check Also

পাবনা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক

বগুড়া সংবাদ:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *