সর্বশেষ সংবাদ ::

সংবাদ প্রকাশের পরই বহিষ্কার হলেন জিয়া সাইবার ফোর্সের সেই যুবলীগ নেতা নূর আলম

বগুড়া সংবাদ : বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের নবগঠিত নির্বাহী কমিটিতে যুবলীগ নেতা নূর আলমের নাম প্রকাশিত হওয়ার পরই শুরু হয় তোলপাড়। মঙ্গলবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৫৩ সদস্যের ওই কমিটি ঘোষণা করা হয়, যেখানে নির্বাহী সদস্য হিসেবে ছিলেন নূর আলম।

তবে বিষয়টি চ্যানেল টেনে প্রচারিত হওয়ার পর জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সংগঠনের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মনিরা জাহান খান জানান, “আমরা কোনোভাবেই আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চাই না। আওয়ামী লীগের সঙ্গে আপসের প্রশ্নই আসে না। ঘটনাটি জানার পরই নূর আলমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”

অনুসন্ধানে জানা গেছে, নূর আলম ২০১১ সালের ২০ সেপ্টেম্বর শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ওই সময়ের সাধারণ সম্পাদক আল আমিন বলেন, “নূর আলম মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আর আমি সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে নূর আলম সৌদি আরবে অবস্থান করছেন।”

জানা যায়, জিয়া সাইবার ফোর্সের বগুড়া জেলা শাখায় নূর আলমের নাম যুক্ত হওয়ার পর থেকেই সংগঠনের ভেতরে অসন্তোষ তৈরি হয়। কেন্দ্রীয় কমিটি বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেয় এবং নূর আলমের সদস্য পদ বাতিল করে।

Check Also

বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডে জামায়াত প্রার্থীর সোহেলের গণসংযোগ

বগুড়া সংবাদ: জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *