সর্বশেষ সংবাদ ::

মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চেতনায় বাংলা উৎসব শুভ উদ্বোধন

বগুড়া সংবাদ :  মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার দিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে চেতনায় বাংলা উৎসব শুভ উদ্বোধন করা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা পিআইও মনিরুজ্জামান মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান , নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, উপজেলা সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ, আশরাফুল আলম প্রমুখ। ১২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। অপর দিকে উপজেলা হলরুমে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Check Also

১ নভেম্বর থেকে  পলিথিন শপিং ব্যাগ বন্ধে দেশব্যাপী অভিযান

বগুড়া সংবাদ: নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *