সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আমীরে জামায়াতের নির্বাচনে ভোট গ্রহণ দেশকে আদর্শ ও কল্যাণ রাস্ট্র গঠনে নির্বাচনের মাঠে ঝাপিয়ে পড়তে হবে

বগুড়া সংবাদ : বগুড়ায় আমীরে জামায়াত নির্বাচনে ভোট গ্রহণ সম্পর্ণ হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে রুকন সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। প্রায় ১৬০০ ভোটারের মধ্যে দেড় হাজারের বেশী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। রুকন সম্মেলনে সভাপতিত্বে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-৬ সদর সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্র কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বগুড়া শহর শাখার প্রিজাইটিং অফিসার ও পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ। আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী রফিকুল আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, এ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মোহাম্মদ আব্দুস সালাম তুহিন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন মিয়া, মাওলানা হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ, নিজাম উদ্দিন প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কে একটি আদর্শ ও কল্যাণ রাস্ট্র গঠনে সবাইকে নির্বাচনের মাঠে ঝাপিয়ে পড়তে হবে। কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা হলে সকল প্রকার খুন ধর্ষন রাহাজানি বন্ধ হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির সামনে নতুন সম্ভবনা দেখা দিলেও মহল বিশেষের ক্ষমতালিপ্সা ও অহমিকার  কারণে সে সম্ভবনার অপমৃত্যু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাদের আস্কারা পেয়েই দেশ এখন চাঁদাবাজ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অবস্থাদৃষ্টে  মনে হচ্ছে তারা  এখন পতিত স্বৈরাচারের স্থলাভিষিক্ত হয়ে তাদের ভাষায় কথা বলতে শুরু করেছেন। তারা রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা না করে জিহ্বা কাটা, ভোট কেন্দ্রে জামায়াতকে ভোট দিলে হাত পা ভেঙ্গে দেওয়া  সহ নানাবিধ হুমকী-ধামকি দিয়ে দেশে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার অপচেষ্টায় লিপ্ত। এতে প্রমাণ হয় অন্তর্বর্তী সরকার নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে পারেনি।
তিনি বলেন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার না হলে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবেনা। তাই দেশে ছাত্র জনতা হত্যা সহ সকল মানবতা বিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করার দাবী জানান।

Check Also

বগুড়ায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ

বগুড়া সংবাদ : বগুড়ায় মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *