
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.শারমীন কবিরাজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালূকদার,মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম,মেডিক্যাল অফিসার ডা.শরিফা নুসরাত,মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক,সমাজসেবা অফিসার আবু সালেহ মোঃ নূহ্,প্রাণিসম্পদ অফিসার নুসরাত জাহান লাকী,দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল আকন্দ, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও বালুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়া সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু-সহ অন্যান্য অফিসের অফিসার ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।