
বগুড়া সংবাদ : মঙ্গলবার বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালামকে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আজিজুল হক সরকারি কলেজের প্রভাষক দেয়োয়ার হোসেন, কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভারজার রিফাত আখতার খানম, কাহালু মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রউফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর ফরিদ, কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব শহিদুর রহমান সবুজ, সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সামছুল আলম, কাহালু মডেল প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আব্দুল হান্নান, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম শেখ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।