সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চলন্ত বাসে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, চালক গ্রেফতার

বগুড়া সংবাদ :বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে এসে চলন্ত বাসে এক স্কুলছাত্রীকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাসচালক সাকিব হাসান (২৮) কে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে ভুক্তভোগী ছাত্রী তার এক পুরুষ বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামে একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা হন।

বাসটি বগুড়া শহরে প্রবেশের আগে চালক সাকিব ও অন্যান্য শ্রমিকরা ভয়ভীতি দেখিয়ে ছাত্রীটির বন্ধুকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই স্কুলছাত্রীকে ধ’র্ষ’ণ করেন।

বিকেলে বাসটি ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে মেয়েটিকে উদ্ধার করেন। তবে কাউন্টারে থাকা শ্রমিকরা চালককে চড়-থাপ্পড় দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং শিক্ষার্থীটিকে ভয় দেখিয়ে অন্য একটি বাসে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়।

বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযানে নামে। পরবর্তীতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত চালক সাকিবকে গ্রেফতার করে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন,
“ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করি। চালক সাকিবকে গ্রেফতার করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেফতারে একাধিক দল কাজ করছে।”

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *