বগুড়া সংবাদ : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের রবিবার বগুড়া ভেনুর খেলায় পাবনা জেলা ফুটবল দলকে ৩-১ গোলে পরাজিত করে স্বাগতিক বগুড়া জেলা ফুটবল দল তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।
ডিএফএ ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বগুড়া জেলা দলের পক্ষে প্রধমার্ধের ১৩মিনিটের সময় ১০ নম্বর জার্সিধারী মঈন একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যান, বগুড়া জেলা দলের পক্ষে ২য় গোল করেন আল আমিন ও ৩য় গোল করেন শান্ত। পাবনার পক্ষে একমাত্র গোল করেন শিমুল। প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন,বগুড়ার ক্রীড়াঙ্গন অত্যন্ত সম্বৃদ্ধ বগুড়ার খেলোয়াড়দের পাশে থেকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সব সময় কাজ করে যাবে । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস। বগুড়া ডিএফের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা আবু হায়াত হিরুৱ সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন, সদস্য মমিনুর রশিদ শাহিন , ক্রীড়া সংগঠক মাকসুদুল আলম বুলবুল, শহিদুল ইসলাম স্বপন, আতিক প্রমুখ। বগুড়া দলের গোলকিপার রাকিবকে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা । খেলা পরিচালনা করেন নাজমুল হুদা,সহকারী রফিক হাসান, টিআই সামি, চতুর্থ রেফারী সোহাগ আলী। ধারাভাষ্যে ছিলেন শ্রাবন আহম্মেদ মজনু।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
