সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় বসতবাড়িতে দুধর্ষ চুরি \ ল্যাপটপ-মোটরসাইকেল ও স্বর্ণালংকার লুট

 

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার দুপচাচিয়া-তালোড়া রাস্তার ভেলুরচক নামক স্থানে ইট ভাটার বিপরীত পাশে আশিকুর রহমান আশিকের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আশিক তালোড়া বাজারের মৃত হাফিজার রহমানের ছেলে। গত ১১ অক্টোবর শনিবার ভোর ৩টা ৩০ মিনিট হতে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আশিক জানান, তারা পূর্বে তালোড়া বাজারে বসবাস করলেও বেশ কিছুদিন হালো ভেলুরচক ইটভাটা এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ঘটনার দিন রাতে তার মা রেবেকা সুলতানা ওয়াশ রুমে গিয়ে ঘরে ফিরে আসার সময় আগে থেকেই দরজার সামনের পাশের গ্রিল কেটে চোরেরা বাড়ির ভিতর প্রবেশ করে থাকা চোরেরা তাকে জিম্মি করে। এসময় রেবেকা সুলতানা চিৎকার করলে তার ছেলে আশিক এগিয়ে আসলে তাকেও চোরেরা মারপিট করে। পরিস্থিতি বেগতিক দেখে আশিক ও তার মা তাদেরকে মারপিট না করতে অনুরোধ করে। এসময় চোরেরা ১টি ল্যাপটপ, ১টি এ্যাপাসি আরটিআর নীল রঙের মোটরসাইকেল, সিসি ক্যামেরার এনভিআর সহ বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তবে টাকা ও স্বর্ণালংকারের সঠিক পরিমাণ তারা বলতে পারেনি। আশিক জানান ৬ থেকে ৮জন চোরের দল তাদের বাড়িতে প্রবেশ করে এসব মালামাল লুট করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পরপরই একজন পুলিশ অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনলাইন প্রতিযোগিতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *