সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ইসলামিক ফাউন্ডেশনের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২৫ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২৫ অনুষ্ঠান ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা (যুগ্মসচিব)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (গবেষনা) মোহাম্মদ রফিকুল ইসলাম, বগুড়া সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আহসান হাবীব। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ। ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার ফিল্ড অফিসার শেরে আলম সরদারের পরিচালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন খাতুনে জান্নাত বালিকা মাদরাসার মুহতাতিম মাওলানা আব্দুল মতিন, জামিল মাদরাসার সসহকারী পরিচালক আতাউল্লাহ নিজামী, কারবালা মাদরাসার মুহতাতিম মাওলানা আব্দুল মতিন, কলামিস্ট মোস্তাকিম রহমান, আসাদুজ্জামান, শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রদান অতিথি বলেন সকল ধর্মীয় নেতাদের জুমার খুৎবায় মুসল্লীদের সন্তানদের টাইফয়েডের টিকা নিতে বলতে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য জেহলার সকল খতিবদের খতিবদের এগিয়ে আসতে হবে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে পুরো এক মাস। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। জ্বর থাকলে শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না। সভায় বক্তারা বলেন, টিকাদান কার্যক্রমকে সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা জানান, ব্যবহৃত টিকাটি নিরাপদ ও কার্যকর। পার্শ্ববর্তী দেশগুলোতে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি।
ক্যাপশন: বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা (যুগ্মসচিব)।

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *