
বগুড়া সংবাদ : বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে শেরপুর উপজেলার গাড়িদহ কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে রাহুল সরকার হত্যা মামলার প্রধান আসামী জামিল হোসেন (৪৫)কে করেছে। জামিল হোসেন কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ আকন্দের পুত্র। যুবদলনেতা রাহুল সরকারের মা হাবিবা আকতার বুধবার কাহালু থানায় ১৩ জনকে এজাহারভূক্ত ও আরও ৪/৫ অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১।
গত মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে তার নিজ নামে লীজকৃত পুকুরে হুইল বরশি দিয়ে মাছ ধরতে আসলে দুর্বৃত্তদের হামলায় যুবদলনেতা রাহুল সরকার (৩০) খুন হয়। রাহুল সরকার বগুড়া শহর ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ী গ্রামের মৃত সোবহান সরকারের পুত্র।
কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, রাহুল সরকারের মা হাবিবা আকতার একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং হত্যা মামলার প্রধান আসামী জামিল হোসেনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এর একটি চৌকস টিম। মামলা নম্বর-১। তারিখ ০১/১০/২০২৫ইং।