
বগুড়া সংবাদ : বগুড়ায় শারদ সংকলন চক্র পত্রিকার একাদশ সংখ্যার পাঠ উন্মোচন হয়েছে। সোমবার সপ্তমী সন্ধ্যায় বগুড়া শহরের চেলোপাড়ার নববৃন্দাবন হরিবাসর মন্দির প্রাঙ্গণে পাঠ উন্মোচন উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকের বাদ্যে পত্রিকার পাঠ উন্মোচন করেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র, কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ, নববৃন্দাবন হরিবাসর মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর দাস, কোষাধ্যক্ষ প্রনব ঘোষ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্গা মন্দির কমিটির সভাপতি অমরেশ দাস, স্বাগত বক্তব্য রাখেন চক্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অলক পাল। পত্রিকাটির প্রতিটি সংকলনেই নান্দনিক প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী লিপি পাল। আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে নববৃন্দাবন দুর্গাপূজা মন্দির কমিটি।
চক্র পত্রিকার সম্পাদক অলক পাল বলেন, ধর্মীয় চর্চার সাথে সাথে মননের চর্চা খুব জরুরী সে কারণে শারদীয় উৎসব উপলক্ষে এগারো বছর ধরে শারদ সংকলন চক্র পত্রিকা প্রকাশিত হয়ে আসছে।
প্রধান অতিথি পরিমল দাস তার বক্তব্যে বলেন, বিশৃঙ্খল একটি সমাজকে সংস্কৃতির বন্ধনে বাঁধতে পারলে কোন ভেদাভেদ থাকবে না। শারদ সংকলন চক্র পত্রিকার প্রকাশ চেলোপাড়ার একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে এবং সারা বাংলাদেশেই এমন আয়োজন খুব একটা চোখে পরে না। তিনি শারদ সংকলন চক্র প্রকাশনা পর্ষদকে ধন্যবাদ জানান।
পত্রিকা প্রকাশ উপলক্ষে আয়োজন করা হয়েছিল শারদ কথামালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিশেষ আকর্ষণ ছিল দল অন্যরকম’র পরিবেশনা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে পূজা, নূপুর, শুদ্ধতা, ঐশী, শুভশ্রী, অরিন, মিষ্টি, রিয়ন্তী, দৃষ্টি, সংগীত পরিবেশন করে অংকিতা দাস।
এছাড়াও এবার শারদ সংকলন চক্র প্রকাশনা পর্ষদের পক্ষ হতে শারদ সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট ব্যবসায়ী পরিমল কুমার সিং ও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় গুণী শিক্ষক সঞ্জীবন রায়কে। শারদ শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয় নৃত্যশিল্পী অমৃতা দাস ও সমৃতা দাসকে। চক্র পত্রিকার প্রকাশনা উৎসবে নববৃন্দাবন দুর্গাপূজা মন্দির কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ।