সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ডাঃ শামসুন্নাহারের অপসারনের দাবীতে গণজমায়েত ও বিক্ষোভ

বগুড়া সংবাদ : দুর্নীতিবাজ অর্থআত্মসাতকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারের অপসারনের দাবীতে দুপচাঁচিয়া অন্যায় প্রতিরোধ কমিটির ব্যানারে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৮সেপ্টেম্বর রোববার সকালে সিও অফিস বাস্ট্যান্ডে দুপচাঁচিয়া অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সদস্য উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী ওমর ফারুকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রতিরোধ কমিটির সহসাধারণ সম্পাদক গুনাহার ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহের, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, অন্যায় প্রতিরোধ কমিটির সহসভাপতি উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাবেক সভাপতি অধ্যাপক শাহজাহান আলী তালুকদার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, সাবেক পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, ইউনুছ আলী মহলদার মানিক, অর্থ সম্পাদক উপজেলা মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আলম, সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মাওঃ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় সর্বস্তরের জনসাধারণ, ব্যবসায়ী ও অন্যায় প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে এক মিছিল বের হয়। বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারের বিরুদ্ধে সাবেক টিএসএ স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন করার লক্ষ্যে ব্যাংকের ৩লাখ টাকা রেখে যায়, করোনাকালে স্বেচ্ছাসেবী ও পরিবার পরিকল্পনা কর্মীদের প্রায় ১৫লাখ টাকা, টেন্ডার ছাড়া মেহগনি গাছ বিক্রয়, আউট সোর্সিং কর্মচারীদের ২লাখ ৭৫হাজার টাকা, কর্মচারীদের শ্রান্তি বিনোদন ভাতা ১লাখ ৪৫হাজার টাকা, পরিস্কার পরিচ্ছতা কাজের বরাদ্দের ১৮লাখ টাকা আত্মসাত, ঠিকাদারের মেয়াদ বাড়িয়ে অর্থ আত্মসাত, কোয়াটারের বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল আত্মসাত, এ্যাম্বুলেন্স এর জ্বালানির টাকা আত্মসাত, স্বাস্থ্য কমপ্লেক্সের ১৭জন কর্মচারীকে বদলী করে ভুয়া বিল ভাউচার করে অর্থ আত্মসাত, মসজিদ কমিটি ভেঙ্গে দিয়ে মসজিদের লক্ষ লক্ষ টাকা আত্মসাত সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়াও বক্তারা আগামী ৩দিনের মধ্যে ডাঃ শামসুন্নাহারকে অপসারণ না করলে বৃহত্তর আন্দোলন করার হুশিয়ারি দেন।

Check Also

ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ; এক জন গুরুতর আহত

  বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলক্রসিং রেলগেটে রাতে ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *