
বগুড়া সংবাদ :জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্টের শনিবার প্রথম সেমিফাইনাল খেলায় বগুড়া সদর উপজেলা ১-০ গোলে শাজাহানপুর উপজেলাকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে । বগুড়া সদরের পক্ষে বিদেশি রিক্রুট বোবো ২৪ মিনিটে জয় সূচক গোল করেন। খেলাটি পরিচালনা করেন নাফিস সরকার তাকে সহযোগিতা করেন রাকিব ,জিন্না ও সাখাওয়াত হোসেন রঞ্জু । ম্যান অব দ্যা ম্যাচ বগুড়া সদর উপজেলার প্রণয়। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মেজবাউল করিম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন ,মাকসুদুল আলম বুলবুল ,আতিক প্রমুখ । আগামীকাল রবিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ধুনট উপজেলা বনাম শিবগঞ্জ উপজেলা।