
বগুড়া সংবাদ :শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দকে শারদীয় শুভেচ্ছা ও বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে প্রায় ৩শতাধিক সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দকে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
এসময় তিনি বলেন, ঐতিহ্যগতভাবে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘেœ উদযাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রতির এক অনুপম দৃষ্টান্ত ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে।কিন্তু সাম্প্রতিক অতীতে পলাতক বিগত স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার জলজ্যান্ত উদাহরণ আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি।তিনি আরোও বলেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোন অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্ততি রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহায়তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘেœ উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, সবুজ দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সাধারণ সম্পাদক, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক এস এম রিপন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সহ-শ্রম সম্পাদক সোহাগ মাহমুদ, সহ-আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জিতু, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, দপ্তর সম্পাদক সজল হাসান, সদর উপজেলা যুবদলের যুবনেতা গোলাম রব্বানী জায়দার সহ, পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( রংপুর ) বিজয় পান্ডে, বগুড়া পূজা উদযাপন ফ্রন্ট কমিটির আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক শ্রী সুজিত প্রসাদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।