
বগুড়া সংবাদ: বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের শিলকঁওড় গ্রামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নারহট্র ইউ পির সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল করিম তালুকদার এর কবর জিয়ারত মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্র্তক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ শুরু করা হয়।
কবর জিয়ারত শেষে অত্র গ্রামের বাড়ী বাড়ী গিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, বিএনপিনেতা জাহাঙ্গীর আলম (তোতা), ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, যুবদলনেতা ফরহাদ বাবু, কৃষকদলনেতা নাজু সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সাবেক এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন শিলকঁওড় মাদ্রাসা ও শিলকঁওড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।