বগুড়া সংবাদ : ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার উদ্যোগে সোমবার রাতে হোটেল নাজ গার্ডেনে সিরাতুন্নবি(সা:) বিষয়ক সেমিনার এনডিএফ বগুড়া’র সভাপতি ডা. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. মাহমুদ হোসেন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামি স্কলার অধ্যাপক নজরুল ইসলাম, এনডিএফ বগুড়ার উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও আ.স.ম আব্দুল মালেক । আদর্শ সমাজ বিনির্মাণে রাসুলাল্লাহ (সা:) এর ভূমিকা’ শীর্ষক আলোচনায় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নবিদের দায়িত্বই ছিল সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং কল্যাণ প্রতিষ্ঠা করা। এজন্য তাঁরা মানুষকে আল্লাহ তায়ালার দিকে আহ্বান করেছেন। রাসুল সা. তাঁর সমগ্র জীবন দিয়ে আমাদের জন্য সর্বাধিক অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। চিকিৎসক ও একজন বিশ্বাসী হিসেবে আমাদেরও দায়িত্ব মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। প্রধান অতিথি এনডিএফ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেছেন, আমরা রাসুলের উম্মত হিসেবে নিজেদের দাবি করি, তাহলে অবশ্যই গাজার বেদনাকে হৃদয়ে ধারণা করতে হবে। তিনি চিকিৎসকদের রাসুলের আদর্শ ধারণ করা ও বাংলাদেশকে পুনর্গঠনের জন্য অংশ নেয়ার আহ্বান জানান। তাদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন এনডিএফ বগুড়ার সেক্রেটারি ডা. মাহবুবুর রহমান সরকার এবং বিশিষ্ট সার্জন ডা. সলিমুল্লাহ আকন্দ । সিরাত বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. বাপ্পা আজিজুল। সেমিনারের সঞ্চালক ছিলেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. সেলিম রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিএফ বগুড়ার সাবেক সভাপতি ডা. মোঃ সোলায়মান, শজিমেক এর প্রাক্তন অধ্যক্ষ ডা. শাহজাহান আলী, ডা. মুশিহুর রহমান, পরিচালক, বগুড়া নার্সিং হোম; চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মো: ছাইদুর রহমান, রোটারিয়ান ডা. মতিউর রহমান, ডেপুটি ডিরেক্টর টিএমএসএস মেডিকেল কলেজ; ডা. আল মামুন, সিভিল সার্জন, জয়পুরহাট; ডেপুটি সিভিল সার্জন ডা. নূর-ই-শাদীদ প্রমুখ। এই অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা চিকিৎসকদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
