সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় গাড়ী থামিয়ে চাঁদা উত্তোলন ৩ জন গ্রেফতার

বগুড়া সংবাদ :  র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার গ্রামস্থ আড়িয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করিয়া বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করিতেছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২১/০২/২৪ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার গ্রামস্থ আড়িয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মিন হামিদ (৪৫), পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- কামারপাড়া, ২। মোঃ রেজাউল করিম (৪৬), পিতা- মৃত আলতাব আলী প্রামানিক, সাং- রহিমাবাদ দক্ষিণপাড়া, ৩। মোঃ মাসুদ রানা (৩৮), পিতা- মোঃ আজাহার আলী, সাং- বামুনিয়া খিয়ারপাড়া, সর্বথানা- শাজাহানপুর, জেলা- বগুড়াগণ’কে চাঁদাদাবী আদায়ের ৪২,১৫৮/- টাকা ও ০৩ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পন্যবাহী প্রতি গাড়ীর ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

Check Also

ইমানকে মজবুত করার জন্যই রমজান মাস-অধ্যক্ষ শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ :  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,ইমানকে মজবুত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *