
বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বগুড়ার কাহালু সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন গ্রীন ভিউ মডেল মাদ্রাসা চত্বরে অত্র মাদ্রাসারবার্ষিক বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভিউ মডেল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ফখরুল ইসলাম। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেনকাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃতায়েব আলী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার প্যানেল মেয়র মো. ইফসুফ আলী, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা
পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, কাহালু পৌরসভার কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল, আলহাজ্ব জাহেদুর রহমান, আছমা বেগম, অত্র মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব শহিদুর রহমান সবুজ, নির্বাহি পরিচালক আবু ইউসুফ, পরিচালক আব্দুল লতিফ শিশির প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ভিউ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, ছাত্র/ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা