
বগুড়া সংবাদ : মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় একটি ব্যতিক্রমধর্মী ও জ্ঞানভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়। যা শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও একাডেমিক উৎকর্ষতার প্রতি প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
দিনটির কার্যক্রম শুরু করেন শজিমক-এর অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার। পরে অনুষ্ঠিত হয় একটি বিশ্লেষণধর্মী মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশন, যা পরিচালনা করেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ডা. মেখলা সরকার। তিনি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, মানসিক চাপ মোকাবেলার কৌশল এবং চিকিৎসা পেশায় মানসিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ তার বক্তব্যে গভীর আগ্রহ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন শজিমেক মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফুল হক, সাইকিয়াট্রিস্ট ডা. আজিজুল হাকিম বাপ্পা প্রমুখ।
সেশনের পর, প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের জন্য একটি প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা, উপস্থাপনা দক্ষতা এবং একাডেমিক অনুশীলনে উৎসাহ প্রদান। প্রতিযোগিতায় ১২০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে, যারা স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান ও চিন্তাশক্তির প্রদর্শন করেন। অনুষ্ঠানে কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ, একাডেমিক স্টাফ এবং সকল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই আয়োজনে সকলের সক্রিয় অংশগ্রহণ এবং আগ্রহ একটি ইতিবাচক ও জ্ঞানসমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করে। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এটি ছিল পারস্পরিক শেখা ও বৌদ্ধিক বিকাশের একটি সফল প্ল্যাটফর্ম।