
বগুড়া সংবাদ : বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম। সাধারণ সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু হাসান প্রামানিক ও সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিককে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন পাঁচগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ডাঃ আব্দুস সোহবান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলহাজ্ব আব্দুল করিম, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বুলবুল হোসেন, কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফ আলী, মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুর রহমান, উঢ়লবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকানুজ্জামান, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম ও নারহট্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি আব্দুল মজিদ। উক্ত সাধারণ সভায় অত্র সমিতির সকল সদস্য ছাড়াও উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ১ সহকারি শিক্ষক ও ১ কর্মচারী উপস্থিত ছিলেন।