সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ৭ সেপ্টেম্বর শুরু

বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ৭ সেপ্টেম্বর থেকে বগুড়ায় শুরু হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। ওই দিন বিকেল ৩ ঘটিকায় জেলা প্রশাসক হোসনা আফরোজা শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা দল অংশগ্রহন করবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন দুপচাঁচিয়া উপজেলা বনাম সারিয়াকান্দি উপজেলা।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ সব তথ্য জানানো হয় ।লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা ।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মেজবাউল করিম, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমুখ ।১২টি উপজেলা দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নিচ্ছে। ক- গ্রুপে রয়েছে শাজাহানপুর, সোনাতলা ও কাহালু উপজেলা, খ- গ্রুপে শেরপুর, শিবগঞ্জ ও গাবতলী উপজেলা, গ- গ্রুপে আদমদীঘি, বগুড়া সদর ও নন্দীগ্রাম উপজেলা এবং ঘ- গ্রুপে রয়েছে সারিয়াকান্দি, ধুনট ও দুপচাঁচিয়া উপজেলা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ২ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে ১ লক্ষ টাকা প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া প্রতিটি খেলার ম্যান অব দ্য ম্যাচ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করা হবে। প্রতিটি দলে ৪জন দেশি /বিদেশি বহিরাগত খেলোয়াড় অংশ নিতে পারবে। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমকে আহ্বায়ক এবং জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনকে সদস্য সচিব করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যরা এই কমিটির সদস্য রয়েছেন। সাংবাদিক সম্মেলন শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি উন্মোচন করা হয়।

 

Check Also

কাহালুতে জামায়াত সমর্থিত প্রার্থীর নির্বাচনী ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারীদের কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার জামায়াত সমর্থিত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ (দাড়িপাল্লা) এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *