বগুড়া সংবাদ : শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার কাহালু উপজেলার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালুউপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু মুছা, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা ফিন্ড সুপার ভাইজার হামিদুল ইসলাম (হামিদ), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে কাহালু উপজেলা মডেল মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওঃ আব্দুল্লাহ আল গালিব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
Check Also
মানুষের তৈরি করা মতবাদে শান্তি নেই – অধ্যক্ষ শাহাবুদ্দিন
বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন সুখী সমৃদ্ধ বৈষম্যহীন সন্ত্রাস …