সর্বশেষ সংবাদ ::

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় লক্ষাধিক নেতাকর্মীর ঢল

বগুড়া সংবাদ :ঢাক-ঢোল পিটিয়ে উৎসবমুখর পরিবেশে বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপিসহ অঙ্গসহযোগি সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী অংশ নেয়। এসময় পুরো শহর জনসমুদ্রে পরিনত হয়। এর আগে আলতাফুন্নেছা খেলার মাঠে আলোচলা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা। এই দিনটি দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। স্বাধীনতার পর একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রকে হত্যা করেছিল। সেই সময়ে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন ও নাগরিক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন।
তিনি বলেন, দুঃশাসনের মধ্যেও দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া অদম্য সাহসের প্রতীক হয়ে আছেন। দীর্ঘ দেড় যুগ পর অনুকূল রাজনৈতিক পরিবেশে এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি। দেড় যুগ রাজপথে থেকে ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন দলটির নেতাকর্মীরা। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ মোশারফ হোসেন এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠেনর নেতাকর্মীরা। র‌্যালিতে বাদ্যযন্ত্র, ঘোড়ারগাড়ি, ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন সাজে সজ্জিত হন দলটির নেতাকর্মীরা।
এরআগে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আলতাফুন্নেছা খেলা মাঠে জড়ো হন নেতাকর্মীরা। সেখানে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটে। মাঠটি জনসমুদ্রে পরিনত হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় শহরের দত্তবাড়ী জিয়াউর রহমান শিশু হাসপাতালে জেলা বিএনপির উদ্যোগে ও ড্যাবের সহযোগিতায় ফ্রি-চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য চিকিৎসা এই স্লোগানে ফ্রি-চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, ডাঃ মামুনুর রশিদ মিঠু, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, বিএমএ বগুড়ার আহ্বায়ক ডাঃ আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডাঃ এম এ ওয়াহেদ, ড্যাব বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস আলী, জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বাংলাদেশ হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডাঃ মুনছুর রহমানসহ প্রমুখ।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বয়সী রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রেসক্রিপশন ও ওষুধ সরবরাহ করা হয়। একই সময়ে বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে একটি রক্তদান অ্যাপেরও উদ্বোধন করা হয়।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এরপর বাদ যোহর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Check Also

কাহালুতে জামায়াত সমর্থিত প্রার্থীর নির্বাচনী ভোট কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারীদের কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার জামায়াত সমর্থিত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ (দাড়িপাল্লা) এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *