সর্বশেষ সংবাদ ::

বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা প্রদান

 

বগুড়া সংবাদ : বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের সদস্য বগুড়া জেলা বয়স ভিত্তিক দলের ৩ ক্ষুদে ক্রিকেটার বায়জিদ বোস্তামি, আফ্রিদি তারিক ও আব্দুর রহমান ইরফানকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ অনূর্ধ্ব – ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল ,মোস্তফা মোঘল ,বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান ,সহকারী কোচ রাশেদ হাসান, ক্রীড়া সংগঠক দিপু ,সাবেক খেলোয়াড় রুমেল প্রমুখ। জেলা প্রশাসক হোসনা আফরোজা তিন খুদে ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানান এবং ভালো খেলা উপহার দিয়ে বগুড়া তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবে বলে আশা প্রকাশ করেন । তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামী, আব্দুর রহমান ইরফান ও আফ্রিদি তারিককে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করার কথা বলেন।

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *