
বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫” –এ মঙ্গলবার ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে নামুজা ইউনিয়নকে ৪-০ গোলে পরাজিত করে এরুলিয়া ইউনিয়ন। মানিকচক উচ্চ বিদ্যালয় মাছে ২০নং ওয়ার্ড ২-০ গোলে শেখেরকোলা ইউনিয়নকে পরাজিত করে। আলতাফুন্নেছা খেলার মাঠে দুটি খেলায় যতাক্রমে ১১নং ওয়ার্ড টাইব্রেকারে ১-০ গোলে ৬নং ওয়ার্ডকে এবং ২নং ওয়ার্ড ১-০ গোলে ১নং ওয়ার্ডকে পরাজিত করে। বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও শহর যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন আলতাফুন্নেছা খেলার মাঠ খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৪টায় ফাঁপোড় ইউনিয়ন বনাম গোকুল ইউনিয়ন এবং মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে লাহিড়ীপাড়া ইউনিয়ন খেলবে রাজাপুর ইউনিয়নের সাথে। আলতাফুন্নেছা খেলার মাঝে বুধবার কোন খেলা নেই।