সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ডাঃ শামসুন্নাহের অপসারনের দাবীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বগুড়া সংবাদ :  মুসলমানদের কলিজার সাথে সম্পর্ক দুপচাঁচিয়া হসপিটাল জামে মসজিদের ওপর লগ্ন হস্তক্ষেপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহারের অপসারণের দাবীতে চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসাবে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সাংবাদিকদের সঙ্গে মতমিনিময় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গত ২৫আগস্ট সোমবার সন্ধ্যায় চাউল কল মালিক সমিতি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি উপজেলা শাখার সদস্য আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার সহসাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাহান তালুকদার, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুর রহমান চম্বুক, উপজেলা দুপ্রকের সাধারণ সস্পাদক আবুল বাশার, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এম,ডি শিমুল, সাবেক সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, হাসপাতাল মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জোব্বার বাবু, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলম হোসেন, উপজেলা হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ ডাঃ শামসুন্নাহার মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্র ও মসজিদের অর্থ আত্মসাতের লক্ষ্যে পরিচালনা কমিটি বিলুপ্ত করে একাই মসজিদ পরিচালনা করছে। অবিলম্বে এ দুর্নীজিবাজ ডাঃ শামসুন্নাহারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাকে এ উপজেলা থেকে অপসারণ করার জোর দাবী জানান। না হলে বৃহত্তর আন্দোলন করার হুসিয়ারি দেন। এসময় এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ, মুসল্লীবৃন্দ ও ছাত্রপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *