সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় প্রগতি কল্যাণ সংস্থাকে সনদ প্রদান

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন  প্রগতি কল্যাণ সংস্থাকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে এটি গ্রহন করেন প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা।

 শনিবার বিকালে  শহিদ হাফিজের রহমান অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সম্মননা সনদ প্রদান করেন বগুড়া  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান।
বিআরটিসি, বিসিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার মীর শাহে আলমের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, পল্লী ইউনিয়ন একাডেমী বগুড়ার পরিচালক ( ভারপ্রাপ্ত)  ড. আব্দুল মজিদ প্রামানিক।  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান,শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা প্রকল্প   বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, হারুনুর রশিদ প্রমুখ। প্রগতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নার ও সদস্য প্রভাষক মাহফুজার রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত   উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক কাউন্সিলর এসএম তাজুল ইসলাম, এসো দেশের কথা বলি সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান, মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ শিক্ষার্থী কল্যাণ সংস্থার সভাপতি  প্রভাষক আশরাফুল ইসলাম, সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা প্রদান, মানবিক সহায়তা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে তাঁর নিরলস প্রচেষ্টা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে প্রগতি কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া মানুষদের সম্মানিত করলে অন্যরাও অনুপ্রাণিত হয়। প্রগতি কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে চলেছে প্রগতি কল্যাণ সংস্থা।তাই  এই সম্মাননা প্রাপ্তি কেবল একটি সংস্থার না  বরং সামাজিক অঙ্গনে নিরলসভাবে কাজ করা প্রত্যেক মানুষের জন্য অনুপ্রেরণা। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রগতি কল্যাণ সংস্থা  সমাজ উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখবে।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *