বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা ফকিরপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়ীতে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনায় তাবাসি বেগম (৬৫) নামের এক বৃদ্ধা আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। এছাড়াও আগুনে ৩টি গরু, টিনসেট ঘর, আসবাপত্র পুড়ে প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাঁত ১২টা ৩০মিনিটে। জানা যায়, ঐদিন রাঁতে সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ বিদুৎতিক সট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কলাকোপা গ্রামের ছমির উদিনের ছেলে মোস্তাফিজার রহমানের বাড়ীতে ঘুমিয়ে থাকে বৃদ্ধা তাবাসি বেগম (৬৫) এর মৃত্যু ঘটে। এরপর বাড়ী-টিনসেট ঘর, গোয়াল ঘরের ৩টি গরু, হাঁস-মুরগী, আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। এ ঘটনায় প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। বিদ্যুতের সট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে পরিবারে সূত্রে জানাযায়। উল্লেখ্য, মৃতঃ তাবাসি বেগম (৬৫) ফকিরপাড়া গ্রামের মৃতঃ নবির উদ্দিনের স্ত্রী ছিলেন। খবর পেয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, স্থানীয় বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী ফকির ঘটনাস্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও শান্তনা দেন। এছাড়াও শুকনা খাবার, কম্বল প্রদান সহ ক্ষতিগ্রস্থ এবং মৃত্যু পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
Check Also
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন
বগুড়া সংবাদ : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার …