সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

বগুড়া সংবাদ : সারাদেশের ন্যায় বগুড়ায়ও আড়ম্বরপূর্ণ পরিবেশে শুরু হয়েছে সাতদিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জাতীয় কর্মসূচির আলোকে বগুড়া জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, সিভিল সার্জন জনাব এ কে এম মোফাখখারুল ইসলাম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব কালিপদ রায়।

এসময় জেলার বিভিন্ন মাছচাষি, জেলে, মৎস্যখাদ্য উৎপাদনকারী, গবেষক, উন্নয়নকর্মী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বগুড়ার দুইজন সফল মাছচাষিকে জেলা পর্যায়ে ‘মৎস্য পুরস্কার ২০২৫’ প্রদান করা হয়। এর মধ্যে আদমদিঘী উপজেলার জনাব আব্দুল মুহিত তালুকদার পাংগাস মাছের এককচাষে এবং শেরপুর উপজেলার জনাব আব্দুল খালেক কার্প-পাবদা মাছের মিশ্রচাষে সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার অর্জন করেন। তাঁরা মাছচাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের সামগ্রিক মাছ উৎপাদনে অংশীজনদের অবদানকে গুরুত্বের সাথে তুলে ধরেন এবং দেশীয় মাছের উৎপাদন ও বৈচিত্র্য বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *