বগুড়া সংবাদ : বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে বগুড়া পূজা উদযাপন ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে পৃথক কর্মসূচি পালন করা হয়।
এদিন সকালে পূজা উদযাপন ফ্রন্টের শোভাযাত্রা শহরের নবাব বাড়ি সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার, স্বাধীন কুমার কুন্ডুসহ সংগঠনের নেতৃবৃন্দ। অপর দিকে জেলা স্কুল থেকে পূজা উদযাপন পরিষদের মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য দিলীপ কুমার দেব, পূজা উদযাপন পরিষদ বগুড়ার সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নির্মল রায়, পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় বগুড়া সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এসময় সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ভাবে আনন্দ প্রকাশ করে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
