
বগুড়া সংবাদ: মঙ্গলবার বগুড়া সদর উপজেলা পরিষদের হলরুমে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক (যুগ্ন সচিব) পরিচালক পারভেজ রায়হান।
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী পরিচালক গোলাম মোহাম্মাদ শাহনেওয়াজ। সদর উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী রুখশানার পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ম্যানেজার আহসান হাবিব নয়ন, সাবগ্রাম ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম শিমুল,নিশিন্দারা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এসএম রাসেল, এরুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আজিজুল হক, গোকুল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আজমল হোসেন দুলাল, নামুজা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা কেএম সোহাগ, লাহিড়ীপাড়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শামছুন্নাহার,শাখারিয়া বলবন রহমান প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
