বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় বি.ডি.এম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোর উদ্বোধন, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়েছে। এ উপলক্ষে ১৩ আগস্ট বুধবার দুপুরে সততা স্টোর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান। পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা কলেজের অধ্যক্ষ আব্দুল রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুপচাঁচিয়া শাখার সদস্য অসীম কুমার দাস, ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, কৃষক দল নেতা মাহবুর রহমান মাফু, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম বেলাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এমডি শিমুল প্রমুখ। শেষে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
