সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া তালোড়ায় ৪দিন যাবৎ মাদ্রাসার ২ছাত্র নিখোঁজ ॥ থানায় জিডি

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ৪দিন যাবৎ মাদ্রাসার ২ ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর হতে অভিভাবকরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১১আগস্ট সোমবার দুপচাঁচিয়া থানায় পৃথক পৃথকভাবে সাধারণ ডায়েরী(জিডি) করেছেন। নিখোঁজ ছাত্ররা হলো আবু হুরায়রা(১৪) ও আবু হানিফ(১৫)। আবু হুরায়রা কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামের আশেক বাবুর ছেলে ও আবু হানিফ একই উপজেলার বীরকেদার ইউনিয়নের গুলিয়ারপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। তারা দু’জনেই তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম(লুৎফর রহমান) ক্বওমী মাদরাসার ছাত্র। নিখোঁজের ঘটনায় আবু হুরায়রার ফুফু ফজিলা বিবি দুপচাঁচিয়া থানার জিডিতে উল্লেখ করেছেন গত ৮আগস্ট তার ভাতিজা আবু হুরায়রা বিকেল ৫.৩৫মিনিটে উক্ত মাদ্রাসা হতে পায়ে হেটে তালোড়া বাজারে যাবার পর থেকে আর মাদ্রাসায় ফিরেনি। সেই থেকে আজ পর্যন্ত বিভিন্নস্থানে তাকে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। অপরদিকে একইদিন অত্র মাদ্রাসা হতে একই সময়ে আবু হানিক মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে তার বাবা আনিছুর রহমান থানায় জিডি করেছেন। এই দুই ছাত্র নিখোঁজের ঘটনায় উভয় পরিবারের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত তাদের সন্তানদের উদ্ধারে থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে মাদ্রাসার মুহতামিম মাওঃ আনোয়ার হুসাইন জানান, ৭দিন বন্ধ থাকার পর গত ৮আগস্ট মাদ্রাসার ক্লাস শুরু হয়। ওইদিন আবু হুরায়রা ও আবু হানিফের হাজিরা খাতায় অনুপস্থিতি পাওয়ায় পরদিন গত ৯আগস্ট ওই দুই ছাত্রের অভিভাবককে বিষয়টি অবহিত করেছি।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম তালোড়ায় মাদ্রাসার দুই ছাত্রের নিখোঁজের ঘটনায় জিডি করার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

সোনাতলায় ১০টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

বগুড়া সংবাদ : ২০২৫-২০২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমিসহ প্রাতিষ্ঠানিক সোনাতলা উপজেলার মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *