সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে পাটক্ষেত থেকে  নারীর কঙ্কাল উদ্ধার

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মধুপুর এলাকায় একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর কঙ্কালের অংশবিশেষ  উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন পাকুড়তলা বাজারের উত্তরে অবস্থিত পাটক্ষেত থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। ওই কঙ্কালের পাশ থেকেই উদ্ধার হয়েছে বোরখা-পেটিকোট। এতে ধারণা করা হচ্ছে কঙ্কালের অংশবিশেষ কোন এক নারীর। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহবল হাজিপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম সকাল থেকে তার পাটক্ষেতে পাট কাটছিলেন। পাট কাটার সময় জমির গভীরে পৌঁছালে তিনি মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মানুষের মাথার খুলি, মেরুদণ্ড,  ও শরীরের অন্যান্য অংশের কঙ্কাল দেখতে পান। কঙ্কালের পাশে একটি বোরকা ও পেটিকোটও পড়ে ছিল। বিষয়টি দেখে তিনি স্থানীয় লোকজনকে জানান, এবং তারা দ্রুত মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান,
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করেছি। কঙ্কালের পাশে বোরকা ও পেটিকোট থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর কঙ্কাল। কঙ্কালের পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।”
তিনি আরো জানা, পুলিশ জানায়, কঙ্কালটি পরীক্ষার জন্য মর্গে পাঠানো হবে এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনা এলাকায় বিরল, এবং তারা দ্রুত কঙ্কালের পরিচয় শনাক্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *