বগুড়া সংবাদ : বগুড়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগীয় পর্যায়ে ইটভাটা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়া শহরের মমইন কমিউনিটি সেন্টারে এই সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান। বিশেষ অতিথি ছিলেন টি এম আলী হায়দার। সভার সভাপতিত্ব করেন আতিকুর রহমান বাদল এবং সঞ্চালনা করেন জাহিদুল ইসলাম হেলাল।
আলোচনা সভায় নাহিদুজ্জামান নাহিদ, এডভোকেট আব্দুর রশিদ, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক ও তোফাজ্জল হোসেন মহানসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ইটভাটা শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, পরিবেশগত বিধিনিষেধ, সরকারি নীতিমালা ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয়গুলো তুলে ধরে যৌক্তিক সমাধানের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
